”বিকশিত নারী আমি,আমার কিসের ভয়? জগত আমার খোলা,জয় আমার সুনিশ্চয়”এই শ্লোগান নিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় নারী সংগঠন উমেন এন্ডিং হাঙ্গারের বার্ষিক সাধারন সভা এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে নারী শিক্ষাবৃত্তি প্রদান, পিঠামেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাট বানিয়াপাড়া হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড চত্বরে শনিবার সকালে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারন সভায় উমেন এন্ডিং হাঙ্গারের সভানেত্রী আনজুমান আক্তার এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংগঠনের সাধারন সম্পাদিকা মালেকা বেগম, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন, ফিন্যান্স ডিরেক্টর সৈয়দা ইয়াসমিন পান্না, নারী নেত্রী সাহিদা বেগম, মহেচেনা বেগম,ব্যাংকার হুসনে মিরাজ প্রমুখ। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে সাধারন সভার শুভ সুচনা শুরু হয়। একই অনুষ্ঠানে বোদা উপজেলার ৫০ জন গরীব ও মেধাবী নারী শিক্ষার্থীদের মাঝে হিরো উমেন স্কলারশীপ এর অক্টোবর-ডিসেম্বর কোয়াটারের টাকা হস্তান্তর করা হয়।
অনুষ্ঠান শেষে বিকালে স্থানীয় নারী উদ্যেক্তাদের তৈরি কৃত বিভিন্ন পিঠা নিয়ে পিঠামেলা ও জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন হিমালয়কন্যা থিয়েটারের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট