ঝিনাইদহের কালীগঞ্জে অবরোধের সমর্থনে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় দুটি ট্রাক ও একটি লেগুনা ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলাউদ্দিনসহ তিনজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে। দুপুরে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রীজ এলাকা থেকে অবরোধের সমর্থনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর বিক্ষোভে অংশ গ্রহন করেন। অবরোধের সমর্থনে মিছিলকারীরা সড়কে চলাচলরত দুটি ট্রাক ও একটি লেগুনা ভাংচুর করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পালিয়ে যায়। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, অবরোধ সমর্থনকারীরা বিক্ষিপ্তভাবে একটি মিছিল বের করে। এ সময় তারা একটি ট্রাক ও একটি লেগুনা ভাংচুর করে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট