1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা সবুজ পৃথিবী গড়তে কালীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সপ্তাহব্যাপী বৃক্ষ বিতরণ কর্মসূচি আজ ১৮ আগস্ট ঐতিহাসিক নানকার বিদ্রোহ দিবস জনবল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত সোনাতলার পিটিআই ব্যক্তি করদাতাদের জন্য আয়কর রিটার্নে বিশেষ আদেশ, ছাড় পেলেন যারা অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ রবিবার বৈষম্যবিরোধী নেতা রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার: পুলিশ প্রেস কাউন্সিলের কমিটি থেকে আমার নাম প্রত্যাহারের অনুরোধ নূরুল কবীরের

হার্টের রিংয়ের দাম কমাল সরকার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
হৃদরোগীদের চিকিৎসায় ব্যবহৃত করোনারি স্টেন্টের (হার্টের রিং) সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর থেকে নতুন মূল্য কার্যকর হবে।

নতুন মূল্যের পর বিভিন্ন প্রতিষ্ঠানের রিংয়ের দাম কমেছে ১৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত। নির্ধারিত মূল্যের বেশি নিলে অর্থদণ্ড ও কারাদণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে।

গতকাল মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফের স্বাক্ষর করা এক আদেশে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে হার্টের রিং আমদানিকারক ২৭টি প্রতিষ্ঠানের ৪০টির অধিক রিংয়ের নাম উল্লেখ করে আলাদা আলাদাভাবে দাম নির্ধারণ করা হয়েছে। রিংয়ের খুচরা দাম সর্বোচ্চ এক লাখ ৪০ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার টাকা।

চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগ আক্রান্ত রোগীর রক্তনালি সরু বা বন্ধ (ব্লক) হয়ে যায়। এতে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। রক্ত চলাচল সচল রাখতে স্টেন্ট ব্যবহার করা হয়।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক ও আইন কর্মকর্তা মো. নুরুল আলম বলেন, জনসাধারণের কথা বিবেচনা করে আগের চেয়ে দাম কমানো হয়েছে।

নির্ধারিত এই দামের বেশিতে বিক্রয় করলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩-এর ৩০ (১) ধারা মোতাবেক করোনারি স্টেন্টের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। কার্ডিয়াক চিকৎসা প্রদানকারী সকল হাসপাতালকে পাঁচটি নির্দেশনাও দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সকল হাসপাতালের নোটিশ বোর্ডে হার্টের রিংয়ের মূল্যতালিকাটি জনগণের জন্য প্রদর্শন করতে হবে। হার্টের রিং সর্বোচ্চ খুচরা মূল্য প্যাকেজে অন্তর্ভুক্ত না করার ব্যবস্থা করতে হবে।

রিংয়ে নাম, সর্বোচ্চ খুচরা মূল্য এবং উৎপাদনকারীর নাম উল্লেখপূর্বক পৃথক ক্যাশমেমো প্রদান করতে হবে। রোগীকে ব্যবহৃত রিংয়ের প্যাকেট সরবরাহ করতে হবে। রিংয়ের প্যাকেটের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ, উৎপাদক দেশ ও মূল্য সংবলিত হতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews