যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেন্টেটিভস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরুর করার পক্ষে ভোট দিয়েছে। বুধবার ভোটাভুটিতে বাইডেনের বিপক্ষে ভোট পড়েছে ২২১টি। পক্ষে ভোট দিয়েছেন ২১২ জন। খবর-বিবিসি
হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর সকল রিপাবলিকান সদস্য বাইডেনকে অভিশংসনের তদন্ত শুরু করার পক্ষে ভোট দিয়েছেন। আর ডেমোক্রেটিক সদস্যরা ভোট দিয়েছেন বিপক্ষে। আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরুর ভিত্তি হিসেবে বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিতর্কিত আন্তর্জাতিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বাইডেন। তিনি বলেন, রাষ্ট্রপতি হওয়ার আগে এবং সময়কালে তিনি হান্টার বাইডেন বা তার সহযোগীদের সঙ্গে ব্যবসায়িক বিষয়ে কথা বলেননি। তার ছেলে অনৈতিক বিদেশি উদ্যোগ থেকে কোনো অর্থ উপার্জনও করেনি।
রিপাবলিকানরা বাইডেনের ভাইস-প্রেসিডেন্টের মেয়াদে ঘুষ ও দুর্নীতির অভিযোগ এনেছেন। তবে তারা এখনও অন্যায়ের প্রমাণ উপস্থাপন করতে পারেননি। এ ব্যাপারে বাইডেন বলেছেন, বিরোধীরা মিথ্যা তথ্য দিয়ে আমাকে আক্রমণ করছেন। ভোটাভুটির এই পদক্ষেপের কড়া সমালোচনা করে বাইডেন বলেছেন, এটি একটি ভিত্তিহীন অভিযোগ।
আর রিপাবলিকানরা বলছেন, এই পদক্ষেপ তাদের বাইডেনের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে এবং আইনি দাবিগুলো প্রয়োগ করার আরও ক্ষমতা দেবে।
তবে তদন্তের অনুমোদন দেওয়ার জন্য ভোট দেওয়া মানে অভিশংসনের পক্ষে ভোট দেওয়া নয়। তবে এটি এই সম্ভাবনা তৈরি করে যে বাইডেনকে অভিশংসনের চেষ্টা করা হবে। রিপাবলিকান নিয়ন্ত্রিত নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস তাকে অভিশংসন করলেও কংগ্রেসের উচ্চকক্ষ ডেমোক্রেটিকদের দখলে। সুতরাং এ অভিশংসন প্রক্রিয়া সেখানে না টেকার সম্ভাবনা প্রবল।
প্রসঙ্গত, গত সপ্তাহে হান্টার বাইডেনের বিরুদ্ধে কর ফাঁকির একটি ফৌজদারি মামলা করেছেন ফেডারেল প্রসিকিউটররা। হান্টার বাইডেনের বিরুদ্ধে ৯টি অভিযোগের মধ্যে রয়েছে কর দাখিল না করা, ভুয়া ট্যাক্স রিটার্ন ও কর ধার্য মূল্যায়ন ফাঁকি। ৫৪ বছর বয়সী হান্টার একজন আইনজীবী ও ব্যবসায়ী। গত সেপ্টেম্বর মাসে আগ্নেয়াস্ত্র মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট