সোনতলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য প্রার্থীদের সাথে সোনাতলা উপজেলার উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় সভা আয়োজনের লক্ষ্যে আজ ২৩ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় ভোজনশালা রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক জেলা দায়রা জজ অরূপ কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও সোনাতলা উপজেলা শাখার সভাপতি মহসিন আলী তাহা, সোনাতলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক ও মোহনা টিভির সোনাতলা প্রতিনিধি মোশাররফ হোসেন মজনু, নাগরিক কমিটির সমন্বয়কারী সোহেল আহমেদ খান, রংধনু শপিং সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও সাংবাদিক জাহিনুর ইসলাম, হরিখালী বিএম কলেজের প্রভাষক মোঃ গোলাম রব্বানী, ব্যবসায়ী সফিউল্লাহ সফি, খেলাঘর সোনাতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহনেওয়াজ শিহাব, সঙ্গীত শিল্পী ও আবৃত্তিকার নওশিন জাহান নীহা প্রমুখ
সভায় সোনাতলা উপজেলা সার্বিক উন্নয়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভাবনা এবং নাগরিক কমিটির প্রত্যাশা’ শীর্ষক মত বিনিময় সভায় সকল প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট