1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন

সোনাতলা উপজেলা খেলাঘরের পিঠা উৎসব

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

শীতের লুকোচুরি খেলার মধ্যেই সারাদেশে জমে উঠেছে শীতের বিভিন্ন উৎসব। সম্প্রতি খেলাঘর সোনাতলা উপজেলা খেলাঘরের আয়োজনে রংধনু শপিং সেন্টারের সামনে খেলাঘর চত্ত্বরে দিনব্যাপী পিঠা উৎসবে হয়ে গেলো।

সকাল থেকেই খেলাঘরের বিভিন্ন আসর থেকে আসা কর্মীদের পদভারে মুখর হতে থাকে খেলাঘর চত্ত্বর। কি ছিল না এই চত্ত্বরে? পলের পালা (খরের গাদা), কলার পাতার বেড়া, ঘুরি। প্রায় ২৫ রকমের দেশীয় পিঠার প্রদর্শনী করা হয় উৎসবে। এছাড়াও খেলাঘরের অগ্রজ এবং অনুজদের একটা মিলনমেলাও ছিল সেদিন।

খেলাঘর কেন্দ্রীয় সদস্য ও সোনাতলা উপজেলার সভাপতি মহসিন আলী তাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনাতলা খেলাঘরের প্রতিষ্ঠাকালীন সদস্য উগান্ডায় কর্মরত জাতিসংঘের শরনার্থী বিষয়ক বিভাগের প্রোগ্রাম অফিসার আরিফুর রহমান, খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সম্পাদক সোহেল আহমেদ খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা খেলাঘরের সহ সভাপতি সঙ্গীত গুরু টুকু ভাই।

সোনাতলা উপজেলা খেলাঘরের ৯ টি আসরের ভাই বোনদের আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশনায় পিঠা উৎসব ছিল অত্যান্ত জমকালো।

উল্লেখ্য ১৯৮৩ সালে সোনাতলায় হাসনাহেনা খেলাঘর আসর দিয়ে খেলাঘরের অগ্রযাত্রা শুরু হলেও এখন ৯ টি আসর কাজ করছে। আসরগুলো হলো হাসনাহেনা খেলাঘর আসর, শুভ সকাল খেলাঘর আসর, রাঙা প্রভাত খেলাঘর আসর, বকুল তলা খেলাঘর আসর, পারুল তলা খেলাঘর আসর, কলকন্ঠ খেলাঘর আসর, পদ্মপাতা খেলাঘর আসর, ঝরের পাখি খেলাঘর আসর, ঘাসফুল খেলাঘর আসর, ঘাস ফড়িং খেলাঘর আসর।

সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন খেলাঘর সোনাতলা উপজেলার সাধারণ সম্পাদক শাহনেওয়াজ শিহাব, হাসনাহেনা খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক নওশীন নীহা ও হাসনাহেনা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক শাকিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews