1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

বগুড়ায় পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় পৌরবাসীর দুর্ভোগ ও পরিবেশ দূষণ হচ্ছে

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
বগুড়া শহরের রেলস্টেশনের পশ্চিম পাশের রস্তার ধারে প্রতিদিনের চিত্র। ছবি- আব্দুল হামিদ সুজন

ময়লা ফেলার নির্ধারিত জায়গা ও পর্যাপ্ত ডাস্টবিনের অভাবে বগুড়া শহরের মেইন রাস্তারধার সহ পাড়া-মহল্লায় যত্রতত্র আবর্জনার স্তূপ তৈরি হয়েছে। নিয়মিত পরিষ্কার না করায় এসব স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। ফলে শহরবাসী অতিষ্ঠ হয়ে উঠছে। উপরের ছবিটি বগুড়া শহরের রেলস্টেশনের পশ্চিম পাশের রস্তা থেকে নেয়া।

এছাড়াও শহরের বনানী রেশম উন্নয়ন বোর্ড, ঠনঠনিয়া, সেউজগাড়ী কৃষি অফিস, রেল স্টেশন, শিববাটি শিল্পকলা একাডেমির সামনের ট্রান্সফার স্টেশনগুলো ঘুরে দেখা যায়, ময়লা-আবর্জনা অনেকটাই উন্মুক্ত পড়ে আছে।

এ ছাড়াও শহরের প্রাণকেন্দ্র সপ্তপদী মার্কেটের সামনে, ফতেহ আলী বাজারের সামনে প্রতিদিনই ময়লার স্তূপ জমা হয়। এর মধ্যে অনেক এলাকার আবর্জনা সরাসরি শহরের বুক চিরে বয়ে যাওয়া করতোয়া নদীতে পড়ছে।

গত শনিবার ও রোববার শহর ঘুরে দেখা যায়, ট্রান্সফার স্টেশনগুলোর কয়েকটিতে শেড থাকলে মোটাদাগে সেগুলো উন্মুক্ত। মোবাইল ডাস্টবিনে করে সিবিও শ্রমিকরা আবর্জনা নিয়ে এসে স্টেশনের সামনে ফেলছেন। বেশির ভাগ পড়ছে রাস্তার ওপরে। আবার কাক-কুকুর তো বটেই, উদ্বাস্তু-হতদরিদ্র কিছু মানুষও আবর্জনা ঘাঁটাঘাঁটি করে রাস্তার অর্ধেক পর্যন্ত ছড়িয়ে দেয়। ফলে ট্রান্সফার স্টেশন এলাকাজুড়ে দুর্গন্ধ ভেসে বেড়ায়। এতে আশপাশের বাসিন্দা ছাড়াও পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

এবিষয়ে পৌরকর্তৃপক্ষের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews