প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা পদে নিয়োগ পেলেও সরকারি সুযোগ-সুবিধা পাবেন না ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পদে সালমান এফ রহমানের নিয়োগটি অবৈতনিক। তবে উপদেষ্টা পদে থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা প্রাপ্য হবেন।
গত ১১ জানুয়ারি সালমান এফ রহমানসহ মোট ছয়জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের ওই প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পদে থাকাকালে ছয়জন মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।
ওই প্রজ্ঞাপন জারির পর সালমান এফ রহমান সরকারের সুযোগ-সুবিধা গ্রহণ করবেন না বলে জানান। সে কারণে গতকাল আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর এ নিয়োগকে অবৈতনিক বলা হলো।
এতে আরও বলা হয়, গত মন্ত্রিসভায় সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। এবার এখনও কোনো উপদেষ্টাকে সুনির্দিষ্ট বিষয়ের দায়িত্ব দেওয়া হয়নি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট