সম্প্রতি স্বামী আদিত্য ধরের সঙ্গে বান্দ্রায় দেখা গেছে অভিনেত্রীকে।সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই এমন প্রশ্ন উঠছে। অভিনেত্রীর পরনে ছিল গোলাপি সালোয়ার। সাংবাদিকদের দেখে হাসিমুখে ছবির জন্য পোজও দেন অভিনেত্রী। কিন্তু ওড়না দিয়ে নিজের শরীরের মধ্যভাগ ঢেকে রাখেন।অভিনেত্রীর সেই ভিডিও অনলাইনে আসতেই ধীরে ধীরে গুঞ্জন শুরু হয়। নিজের বেবি বাম্প ঢেকে রাখছেন অভিনেত্রী, এমনটাই ধারণা অনেকের। অনুরাগীদের অনেকেই মন্তব্য করে জানতে চেয়েছেন, ‘অভিনেত্রী কি অন্তঃসত্ত্বা?’ কেউ কেউ আবার ইয়ামিকে শুভেচ্ছাও জানিয়ে দিচ্ছেন।বেশ কিছুদিন ধরেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ভেসে বেড়াচ্ছে গুঞ্জন হয়ে।
অভিনেত্রীর সর্বশেষ ছবিতেও তারই আভাস পাচ্ছে অনেকে। তবে অন্তঃসত্ত্বা হওয়া প্রসঙ্গে এখনো কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। বলিউড তারকারা তাদের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি অনেকটাই গোপন রাখতে চান। ইয়ামি হয়তো সেই পথেই হাঁটছেন। অথবা ভক্তদের এই অনুমান শুধুই অনুমান, যা অধিকাংশ সময় গুঞ্জন হিসেবেই রয়ে যায়। সময়ই হয়তো বলে দেবে আসল সত্য। সেই অপেক্ষায় রয়েছেন ইয়ামির অনুরাগীরাও।
২০১২ সালে আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘ভিকি ডোনার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ইয়ামি গৌতমের। তারপর একাধিক হিন্দি, তামিল, তেলুগু সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী। ২০১৫ সালে ‘সানাম রে’ সিনেমার শুটিং চলাকালীন অভিনেতা পুলকিত সম্রাটের প্রেমে পড়েন ইয়ামি। ২০১৮ সালে দুজনের ব্রেকআপ হয়। ২০১৯ সালে মুক্তি পায় ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক।’ আদিত্য ধর পরিচালিত সিনেমাটিতে জাসমিনের চরিত্রে অভিনয় করেন ইয়ামি। শোনা যায়, ‘উরি’র সেটেই আদিত্য আর ইয়ামির প্রেম শুরু হয়। হিমাচল প্রদেশের মেয়ে ইয়ামি। ২০২১ সালে সেখানেই বিয়ে সারেন আদিত্যর সঙ্গে। গত বছর তাকে দেখা গেছে অক্ষয় কুমারের সঙ্গে ‘ও মাই গড ২’তে। এ বছরও একাধিক চলচ্চিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।