‘সাবিনা আপুর বিপক্ষে খেলব বলেই রোমাঞ্চ কাজ করছে, জিততে পারলে ভালো লাগবে’―ম্যাচের আগে এমনটাই জানিয়েছিলেন সানজিদা আক্তার। তাঁর দল জিততে না পারলেও সাবিনা খাতুনের বিপক্ষে খেলার ইচ্ছা পূরণ হয়ে গেছে এই উইঙ্গারের। আজ কিকস্টার্টের কাছে ৩-১ গোলে হারা ম্যাচে ইস্ট বেঙ্গলের একমাত্র গোলটিও করেছেন সানজিদা। ৪৭ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে ফ্রি কিকে নান্দনিক গোল করেন ২২ বছর বয়সী এই ফুটবলার।
কলকাতায় শুরু থেকেই মাঠে ছিলেন সানজিদা। সাবিনা ছিলেন না শুরুর একাদশে। বদলি হিসেবে ৮৭ মিনিটে সাবিনা যখন মাঠে নামেন তখন কিকস্টার্ট এগিয়ে ছিল ৩-১ গোলে। তাই আরেকটি ম্যাচ গোলহীন থাকতে হলো বাংলাদেশ অধিনায়ক। আগের দুই ম্যাচে ১৪৮ মিনিট মাঠে থেকেও জাল খুঁজে পাননি তিনি।
এদিন দ্বিতীয় মিনিটে অরুণা বাগ এবং ৩১ মিনিটে সোনিয়া মারাকের গোলে এগিয়ে যায় কিকস্টার্ট। ঘরের মাঠে পিছিয়ে পড়া ইস্ট বেঙ্গলকে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে ম্যাচে ফেরার উপলক্ষ এনে দেন সানজিদা। কিন্তু ৫৫ মিনিটে কারিশমা শিরভোইকারের গোলে কিকস্টার্ট আবার ব্যবধান বাড়িয়ে নেয়। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে কিকস্টার্ট। আর ৪ পয়েন্টে ষষ্ঠ স্থানে ইস্ট বেঙ্গল।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট