1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন

নিজ পরিবারের বাসনকোসন বিক্রমপুর জাদুঘরের নিকট হস্তান্তর করলেন কেনেডি

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন এর লৌহজং উপজেলা শাখার সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কবির ভূঁইয়া কেনেডি তার দাদা দাদীর ব্যবহার করা কাঁসা এবং পিতলের বাসনকোসন বা তৈজসপত্র বিক্রমপুর জাদুঘরকে দান করেছেন।

আজ ১১ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার শ্রীনগর উপজেলার বালাসুর গ্রামের বিক্রমপুর জাদুঘর প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি জানান, ‘এখানে আমার দাদা দাদীর ব্যবহার করা জিনিস পত্র গুলো মা ব্যবহার করতেন এখন আর ব্যবহার হয় না কিন্তু মা সব জিনিস গুলো খুব যত্নে আগলে রেখেছিলেন তার শ্বশুর শাশুড়ির এই অমূল্য জিনিস। বাড়িতে না থাকায় অনেক জিনিস পত্র খোয়া গেছে আজ মা নিজের হাতে জাদুঘরে দান করে মানুষের দেখার সুযোগ করে দিলেন এবং এতদিনের ভালোবাসার জিনিস পত্র গুলো সকলের জন্য উন্মুক্ত করে দিয়ে মা খুব খুশি।’এতদিন এই দ্রব্যাদি লৌহজংয়ের ডহরী গ্রামের বাড়িতে রক্ষিত ছিল ।

বিক্রমপুর যাদুঘরের কিউরেটর নাসির উদ্দিন আহমেদের হাতে তুলে দেয়া তৈজসপত্রের মধ্যে ছিল, পিতলের মটকা বড় ১টা, পিতলেব মটকা মাঝারি-১টা, তামার পাতিল ১টা, পিতলের চাল ধোয়ার পাতিল ১টা, পিতলের চিলনচি ১টা, কাঁসার লগন ১টা, পিতলের পানদান- ১টা, পিতলের বদনা ২টা, পিতলের জগ-১টা, তামার হুক্কা-১, পিতলের হুক্কা-১, তামার কল্কি ১টা, লোহার ইস্ত্রি-১টা এবং পিতলের হাতা/ রান্না করার চামচ বড় এবং মাঝারি সাইজের-৭টা। সর্বমোট মোট ২০টি তামা, কাঁসা এবং পিতলের সামগ্রী বিক্রমপুর জাদুঘরকে দান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন লৌহজং উপজেলা শাখার কার্যকরী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহলম বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,কার্যকরী পরিষদের সদস্য বেলায়েত হোসেন, বিক্রমপুর জাদুঘরের ম্যানেজার রেজাউল হক প্রমূখ।

বিক্রমপুর জাদুঘর এর পক্ষ থেকে কিউরেটর নাছির উদ্দিন আহমেদ জুয়েল আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মোঃ কবির ভূঁইয়া কেনেডি ও তাহার পরিবারের সকল সদস্যদের প্রতি।

কিউরেটর নাসির উদ্দিন বলেন, জাদুঘরটি আরো সমৃদ্ধ করার জন্য জাদুঘরের পক্ষ থেকে কিউরেট প্রাচীন তৈজসপত্র, পাথর বা অন্যান্য ধাতু/চীনা মাটি ও মাটির নির্মিত থালা, বাসন, অতীত যুগের ব্যবহার্য সামগ্রী, কৃষি যন্ত্রপাতি, পুরাতন খাট পালং, চেয়ার, টেবিল, আলমারি, পুঁথি-পত্র, বই তালপাতায় বা হাতে বানানো কাগজে হাতে লেখা প্রাচীন গ্রন্থ, নৌকা, মৃৎশিল্প, পোড়ামাটির নিদর্শন, মূর্তি, কয়েন, অলংকার, হাতির দাঁতের শিল্পকর্ম, প্রাকৃতিক সম্পদ, ধাতব শিল্পকর্ম, পুতুল, বাদ্যযন্ত্র, পোশাক, নকশিকাঁথা, কাঠের শিল্পকর্ম,পাণ্ডুলিপি ইত্যাদি। বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত বস্তুগুলো নিয়ে গড়ে তোলা হয়েছে (প্রদর্শিত হচ্ছে) মুক্তিযুদ্ধ গ্যালারি।এই মুক্তিযুদ্ধ গ্যালারির জন্য মুক্তিযোদ্ধাদের ছবি,শহীদ মুক্তিযোদ্ধাদের ব্যবহার্য জামা-কাপড়, বই-পত্র অন্যান্য সামগ্রী এবং নৌ জাদুঘরের জন্য নৌকা দান করলে জাদুঘরটি সমৃদ্ধ হবে। সকলের সমবেত প্রচেষ্টায় বিক্রমপুর জাদুঘর দেশের মধ্যে একটি উচ্চমানের সমৃদ্ধ সংগ্রহশালা হিসেবে গড়ে উঠুক এটা আমাদের একান্ত কামনা। আমরা চাই আপনিও আমাদের প্রচেষ্টার সহযাত্রী হোন – সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই ‘বিক্রমপুর জাদুঘর’-এ  প্রত্ন ও  প্রাচীন সামগ্রী দান করে আপনিও হতে পারেন জাদুঘর গড়ে তোলার গর্বিত অংশীদার।

তিনি আরো বলেন যে, ‘আমরা প্রতিটি বস্তুর প্রাপ্তির পাকা রশিদ বা দানপত্রের কাগজ দিয়ে থাকি এবং প্রদর্শনীতে দাতার নাম, তাহার পিতার নাম, পূর্ণ ঠিকানা এবং সংগ্রাহকের নাম ঠিকানাও থাকে। দর্শনার্থী দেখে যেন তৃপ্তি পায় আমরা তাই করি আপনার দান অক্ষয় থাকুক। তাই বলছি পুরাতন জিনিস অযত্নে অবহেলায় ফেলে না রেখে আমাদের খবর দিন আমরা গিয়ে নিয়ে আসবো বা সংগ্রহ করবো।’

উল্লেখ্য, মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুর পরগনার তথা বিক্রমপুরের রয়েছে হাজার বছরের ইতিহাস। প্রাচীন পূর্ববঙ্গ বা সমতটের রাজধানী হিসেবে বিক্রমপুরের খ্যাতি কমপক্ষে ১২০০-১৫০০ বছরের। বিক্রমপুরের মাটি খুঁড়ে পাওয়া গেছে হাজার বছর আগের নৌকা, কাঠের ভাস্কর্য, পাথরের ভাস্কর্য, টেরাকোটাসহ অসংখ্য অমূল্য প্রত্নবস্তু। এ ছাড়াও বিক্রমপুরের মাটিতে জন্মগ্রহণ করেছেন অনেক মনীষী। বিক্রমপুরের এইসব অতীত ইতিহাস, ঐতিহ্য, লোকজীবন, শিক্ষা-সংস্কৃতি ও প্রত্ন নিদর্শনাদি সংরক্ষণ করা সর্বোপরি প্রদর্শনের জন্য  ‘অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক সংগঠন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাড়িখাল ইউনিয়ন এর উত্তর বালাসুর গ্রামের জমিদার যদুনাথ রায়ের ১৯৬৫ সাল থেকে পরিত্যক্ত বাড়িতে “বিক্রমপুর জাদুঘর” (Bikrampur Museum) প্রতিষ্ঠা করে। সরকারকে বছরে প্রায় আড়াই লাখ টাকা লিজের অর্থ পরিশোধ করে (বাড়ির জমি, দিঘি, মন্দির সহ সমস্ত কিছুর জন্য) জাদুঘরটি পরিচালনা করে আসছে।

২০১০ সালের ২৯ মে জাদুঘর ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এম.পি। ২০১৩ সালের ২৮ মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিক্রমপুর জাদুঘর’-এর শুভ উদ্বোধন করেন। ২০১৪ সালের ২০ জুন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি জাদুঘরটির দ্বারোদঘাটন করেন। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ইচ্ছে অনুযায়ী বাংলাদেশে একমাত্র “নৌকা জাদুঘর” (Boat Museum) উদ্বোধন করেন।

প্রায় সাড়ে ১৩ একর জায়গা জুড়ে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে ও সরকারি অর্থায়নে এবং পৃষ্ঠপোষকতায় ২০১৪ সালে নির্মাণ করা হয়েছে জাদুঘর এবং গেস্ট হাউজ বা পান্থশালা।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রামে ঐতিহাসিক বেতিয়ারায় সম্মুখে যুদ্ধে গেরিলা বাহিনীর ৯ জন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়র মেধাবী শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা পাক হানাদার বাহিনীর অতর্কিত হামলায় শহীদ হন। শহীদ বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে তমধ্যে অত্র এলাকার কৃতি সন্তান ছাত্রনেতা নিজাম উদ্দিন আজাদ এবং  সিরাজুম মুনির ছিলেন। তাঁহাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান নিবেদন করে ২০২২ সালে “শহীদ মুনীর-আজাদ’ পাঠাগার স্থাপন করা হয়েছে।

সবমিলিয়ে এই উন্মুক্ত আঞ্চলিক জাদুঘরটি আদ্যিকালের বিক্রমপুরের ইতিহাস ও ঐতিহ্যের সংগ্রহশালা যা এককথায় একটি ছাদের নিচে পুরো বিক্রমপুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews