1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সাতমাথা শাখা’র সম্মেলন অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
আজ বিকাল ৪ টা ৩০ মিনিটে  বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া সদর উপজেলাধীন সাতমাথা শাখার সম্মেলন বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় শাখা সম্পাদক কমরেড সমর কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলাম জিন্না।
বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আমিনুল ফরিদ, বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি শাহনিয়াজ কবির খান পাপ্পু, সাধারণ সম্পাদক অখিল পাল, মালতিনগর শাখার সম্পাদক ফারহানা আক্তার শাপলা, সেউজগাড়ি শাখার সহ-সম্পাদক সাদ্দাম হোসেন, সাতমাথা শাখার সদস্য শুভ শংকর গুহ রায়, সাইদূর রহমান পারভেজ, ছাব্বির আহম্মেদ রাজ প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, “দেশ আজ গভীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। বুর্জোয়া রাজনীতিতে আজ পচন ধরেছে, রাজনীতি লুটেরা ব্যবসায়ী,লুটেরা আমলা,লুটেরা রাজনীতিবিদদের হাতে জিম্মি হয়ে পড়েছে। জাতীয় সংসদ আজ ধনিক শ্রেণীর ক্লাবে পরিণত হয়েছে। ০৭ জানুয়ারীর নির্বাচন একদলীয় প্রহসনের নির্বাচন, পাতানো নির্বাচন ও ড্যামি নির্বাচনে পরিণত হয়েছে।
নির্বাচনে জনগণের অংশ গ্রহণ ছিল না।
লাগামহীনভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বাড়ছে, মানুষ আজ দিশেহারা, সরকার তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ। জ্বালানি তেল, বিদ্যুৎ, গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ গ্রহণ করছে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গরীব মেহনতি মানুষের রাজনৈতিক দল হিসাবে অন্যায়, অবিচার, শোষণ, নিপিড়নের বিরুদ্ধে সবসময় লড়াই করে। গরীব মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ধনিক শ্রেণির সমাজ ব্যবস্হার কবর রচনা করে সমাজতন্ত্র, সাম্যবাদ প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখবে।”
বক্তারা দেশের গরিব মেহনতি মানুষকে কমিউনিস্ট পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সমাবেশ শেষে সিপিবি জেলা কার্যালয়ে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের মাধ্যমে শুভ শংকর গুহ রায় বাবুনকে সম্পাদক ও ছাব্বির আহম্মেদ রাজকে সহ-সম্পাদক নির্বাচিত করা হয়।
উদ্বোধনী সমাবেশ সঞ্চালন করেন সিপিবি সাতমাথা শাখার সদস্য সোহাগ মোল্লা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews