1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নকলার তিন রাজাকারের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেরপুরের নকলা উপজেলার তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার এ রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন- আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা ও এ কে এম আকরাম হোসেন। এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সুলতান মাহমুদ শিমন

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আসামিদের বিরুদ্ধে নকলা এলাকায় বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা হান্নানসহ ছয়জনকে গুলি করে হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, অগ্নিসংযোগের অপরাধের অভিযোগ পায় তদন্ত সংস্থা। প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন জানান, আসামিদের বিরুদ্ধে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, নকলার চার রাজাকারের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একই বছরের ৩১ অক্টোবর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হয়। এরপর ২০১৮ সালের ৩০ আগস্ট আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচার চলাকালে এক আসামি এমদাদুল হক খাজা বয়সজনিত কারণে মারা যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews