মিয়ানমারে সংঘাতের জেরে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেওয়া দেশটির সেনা, সীমান্তরক্ষী বাহিনীর সদস্য, শুল্ক কর্মকর্তাসহ ৩৩০ জনের মধ্যে ১২০ জনের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাকিদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় তাদের হস্তান্তর করে কক্সবাজারের ইনানী জেটিঘাট থেকে পর্যটকবাহী জাহাজে তোলা হয়েছে।এসময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েসহ দুই দেশের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মিয়ানমার সরকারের কাছে হস্তান্তরের উদ্দেশে ঘুমধুম উচ্চ বিদ্যালয় থেকে কক্সবাজারের ইনানীতে নৌ-বাহিনীর জেটিঘাটে নেওয়া হয়। সেখান থেকে তাদের কর্ণফুলী এক্সপ্রেস জাহাজে করে নেওয়া হবে গভীর সাগরে। যেখানে অবস্থান করছে মিয়ানমার নৌ-বাহিনীর আরেকটি জাহাজ। সেই জাহাজের মাধ্যমে স্বদেশে ফেরত যাবেন মিয়ানমারের নাগরিকরা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট