আবৃত্তি বিভাগকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে আজ বিকাল পাঁচটায় প্রায় ২৫ জন আবৃত্তি শিল্পীকে নিয়ে বগুড়া উদীচী কার্যালয়ে জেলা উদীচীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু সভাপতিত্বে আবৃত্তি বিভাগের সম্পাদক সজিব প্রাং এর সঞ্চালনায় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুন ইসলাম জিন্না, প্রাবন্ধিক সাজাহান সাকিদার, জেলা উদীচী সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লব, সহ সাধারণ সম্পাদক আরিফুল হক খান রনিক, সংগীত বিভাগের সম্পাদক কামরুন মুনিরা ডালিয়া, পাঠাগার বিভাগের সম্পাদক আহসান হাবীব, নাটক বিভাগের সম্পাদক জয়দেব মজুমদার,আবৃত্তি শিল্পী প্রতত সিদ্দিক।
আগামী শুক্রবার থেকে নিয়মিত ভাবে আবৃত্তি ক্লাসের ব্যবস্থা, প্রমিত দশা আবৃত্তি শিল্পীদের মাধ্যমে ভাষা সাহিত্য ও সংস্কৃতি বিকাশ সাধনে আবৃত্তি কর্মশালার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।