1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন

এবার নেত্রী হলেন পাওলি দাম

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম
পর্দায় বরাবরই গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। তবে এবার তিনি নারী নেত্রী হয়েই আসছেন ক্যামেরার সামনে। আসন্ন রাজনৈতিক থ্রিলার সিরিজ ‘জুলি’তে মূল ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন পাওলি।

এই প্রথম রাজনৈতিক থ্রিলার পরিচালনা করতে চলেছেন পরিচালক অরিত্র সেন।সিরিজটির নাম রেখেছেন ‘জুলি’। শহর কলকাতার রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর গল্পকে সাজিয়েছেন অরিত্র। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করবেন পাওলি দাম। এর আগে অরিত্র পরিচালিত ‘কালী’ ওয়েব সিরিজে পাওলি অভিনয় করেছিলেন। নতুন এই সিরিজে তাঁর চরিত্রটি একজন রাজনীতিকের, যার নাম জুলি।

সিরিজটি সম্পর্কে অরিত্র বলেন, ‘সমাজের প্রান্তিক শ্রেণি থেকে উঠে আসা একজন নারীর লড়াইয়ের গল্প। জুলি কিভাবে প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে একজন রাজনীতিবিদ হয়ে ওঠে তা নিয়েই এগোবে গল্প।’গত বছর অরিত্র পরিচালিত ‘শহরের উষ্ণতম দিনে’ সিনেমাটি বেশ দর্শকপ্রিয়তা পায়।সামনেই ভারতের লোকসভা ভোট। ভোটের বাজারকে মাথায় রেখেই কি রাজনৈতিক থ্রিলারের পরিকল্পনা? অরিত্র বললেন, ‘একদম নয়। প্রথমত, পাওলিকে কেন্দ্রে রেখে দীর্ঘদিন ধরেই একটা কাজের ইচ্ছা ছিল। পাশাপাশি, পরিচালক হিসেবে ভিন্ন স্বাদের কনটেন্ট তৈরির ইচ্ছা ছিলই। রাজনৈতিক থ্রিলার ঘরানাটাও আমার পছন্দের। সেই ভাবনা থেকেই সিদ্ধান্ত।’

মূল ভূমিকায় পাওলি দামের পাশাপাশি সিরিজটিতে একজন সিবিআই অফিসারের চরিত্রে অভিনয় করবেন গৌরব চট্টোপাধ্যায়। কৌশিক সেন ও সুজপ্রসাদ চট্টোপাধ্যায়কে দেখা যাবে রাজনীতিবিদের চরিত্রে। অন্যদিকে পাওলির বিপরীতে একজন তরুণ রাজনীতিবিদের চরিত্রে থাকছেন শ্রুতি দাস। আগামী ২০ মার্চ থেকে কলকাতা শহরে শুরু হবে সিরিজের শুটিং। সিরিজটি আড্ডা টাইমসে মুক্তি পাবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews