নাগরিক কমিটির আলোচনা সভায় আজ দুপুর ২ টায় রংধনু শপিং সেন্টারে অনুষ্ঠিত হয়। সালাহউদ্দিন মানুর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, নাগরিক কমিটির সমন্বয়কারী সোহেল আহমেদ খান, ব্যবসায়ী রাকিবুল হাসান রাকিব, শিক্ষক আব্দুল মোমিন, প্রভাষক গোলাম রব্বানী, ব্যবসায় সফিউল্লাহ সফি, অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী মোঃ সোহাগ, রিমন বাবু লিনাদ প্রমুখ।
সোনাতলা স্টেশনে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে সোনাতলা স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেয়ার জোর দাবী জানান।
বক্তাগন বলেন, আন্তঃনগর রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস, দোঁলন চাপা ট্রেনের স্টপেজ থাকা সত্ত্বেও কোন অজানা কারণে বুড়ি এক্সপ্রেস ট্রেন সোনাতলায় থামছে না সোনাতলাবাসী তা জানতে চায়। বুড়িমারী এক্সপ্রেস ট্রেন অবিলম্বে সোনাতলায় স্টপেজ না দিলে নাগরিক কমিটি সোনাতলাবাসীকে নিয়ে রেলপথ অবরোধের মতো কর্মসূচী দিতে বাধ্য হবে। সোনাতলা সারিয়াকান্দী আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্যসহ স্থানীয় নাগরিকদের সাথে আলোচনা করে এ বিষয়ে অচীরের বিভিন্ন কর্মসূচী ঘোষনার কথা জানান।
আলোচনা সভায় অন্যান্য সিদ্ধান্ত সমুহ-
১। সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক অরুণ বিকাশ গোস্বামীর স্মরণ সভা আগামী ৩১ মার্চ সকাল ১০.৩০ টায় সোনাতলা সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
০২। সাজেদা হারুন শিক্ষা বৃত্তি বিতরণ করা হবে ৩১ মার্চ
০৩। অধ্যাপক অরুণ বিকাশ গোস্বামীর স্মারক গ্রন্থ প্রকাশ করার জন্য সম্পাদনা পরিষদ গঠন করা হয়।
এছাড়াও আগামী জুন মাসের তৃতীয় সপ্তাহে নাগরিক কমিটির দ্বিতীয় কাউন্সিলের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়।
উল্লেখ্য নাগরিক কমিটি ২০০৮ সাল থেকে সোনাতলা উপজেলার উন্নয়নে বিভিন্ন দাবী উত্থাপন করে আসছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট