বোয়ালখালীতে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। ২৬শে মার্চ বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী। এই দিন স্মৃতিসৌধে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শিল্পী গোষ্ঠীর নেত্রীবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি অনুপম বড়ুয়া পারু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক শ্রী বিপ্লব জলদাস, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি নাথ, বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস, আরো উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ কালিপদ দাস, সদস্য অর্পিতা ঘোষ, প্রীতি দাস, মন্দিরা দাস, তিথি দাস প্রমূখ