মৌলভীবাজার জেলায় কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিঙ্গুর ( গ্রেজিং)-এর নয়া বাগানে পরিকল্পিত হত্যার সিকার হন রেখা বেগম (১৮) নামের এক যুবতী।
স্থানীয় সূত্রে জানা যায়, বছর খানেক আগে নয়া বাগানের বাসিন্দা মোঃ রুহুল আমীন মিয়ার কন্যা রেখা বেগম, সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন একই এলাকার বাসিন্দা মোঃ সেলিম মিয়ার পুত্র মোঃ রিয়াজ উদ্দিন মিয়ার সাথে। স্বামী রিয়াজউদ্দিন নিয়মিত টিক-টকার ও উশৃংখল হওয়ায় বেশি দিন স্থায়ী হয়নি উভয়ের সাংসারিক জীবন। মাস কয়েক আগে সামাজিক ভাবে দেন মোহরের ৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা পরিশোধের মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তার-ই সূত্রে পরিকল্পিতভাবে গভীর জঙ্গলে নিয়ে এ হত্যাকান্ড ঘটানো হয়।
স্থানীয় লোকজন, জঙ্গলের ভেতর গাছের সাথে বেঁধে রাখা রেখা বেগমের লাশ দেখে কুলাউড়া থানা পুলিশকে জানান। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান। পুরো এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। স্থানীয় জনমনে আতংক ছড়িয়ে পড়ছে। এলাকার সাধারণ মানুষের দাবি, এ হত্যা চাঞ্চল্যকর হত্যাকান্ড উল্লেখ করে দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোউক, যাতে ভবিষ্যতে এধরনের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট