যশোরের কেশবপুরে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট সুশান্ত দত্তকে সভাপতি ও সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটির অন্যরা হলেন- জ্যেষ্ঠ সহসভাপতি হামিদুজ্জামান ও আলমগীর সিদ্দিকী টিটু, সহসভাপতি মেহেদী হাসান রিপন, নাজমুল হুদা ও মনিরুজ্জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন ও আশিক ইমরান, সাংগঠনিক সম্পাদক সোহেল ইসলাম জনি, সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুন্না, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, অর্থ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, সহঅর্থ বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস, প্রচার সম্পাদক এনামুল হক, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক নন্দ দেবনাথ। এ ছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন রাজিকুল ইসলাম, ইকরামুল হক, তানজিলা ইসলাম তমা, সোনালী আক্তার ও কল্যান রায়। একইদিন এ সংঠনের উদ্যোগে মেডিকেল টেকনোলজিস্টদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট