স্বাস্থ্য অধিকার নিশ্চিতে, কাজ করি একসাথে’ এই প্রতিপাদ্য নিয়ে আজ ৬ এপ্রিল ২০২৪ সেলফ হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম – শার্প, পিপিইপিপি-ইইউ প্রকল্পের সহযোগিতায় ও জলঢাকা উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে আজ বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৪ পালন করা হয়। এই উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) আবু হাসান মো. রেজওয়ানুল কবীর সজিব ও স্বাস্থ্য অধিদপ্তরের সকল শ্রেণির পেশার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও প্রকল্পের টেকনিক্যাল অফিসার মো. রাশেদুল ইসলাম রাশেদ ও শৌলমারী ও মীরগঞ্জ ইউনিয়নের সংশ্লিষ্ট শাখার সহকারি টেকনিক্যাল অফিসার ও সিএনএইচপিগণ প্রোগ্রাম সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট