বগুড়া জেলার সোনাতলা উপজেলার নবাগত নির্বাহী অফিসার সাবরিন শারমিনকে সোনাতলা নাগরিক কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
জানাগেছে, আজ ৮ এপ্রিল সোমবার বেলা ১২ টায় সোনাতলা উপজেলা পরিষদে নাগরিক কমিটির পক্ষ থেকে নবাগত নির্বাহী অফিসার সাবরিন শারমিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তু, সাংবাদিক মোশাররফ হোসেন মজনু, নাগরিক কমিটির সমন্বয়কারী সোহেল আহমেদ খান, রিবন সরকার, জাহাঙ্গীর আলম, মেহেদী হাসান হিরু মন্ডল, শফিউল্লাহ শফি উপস্থিত ছিলেন।
উল্লেখ, সোনাতলা উপজেলার নবগত নির্বাহী অফিসার সাবরিন শারমিন এর আগে বগুড়া জেলার শেরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) হিসাবে দায়িত্ব পালন করেছেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট