আব্দুল হামিদ সুজন। বগুড়ার কাহালুতে ট্রেনে কাটা পড়ে আবু মুসা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কাহালু পৌরসভার উলট্ট পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আবু মুসা কাহালুর মালঞ্চা ইউনিয়নের হাটুরপাড়া গ্রামের মইন উদ্দিনের ছেলে। এছাড়াও তিনি কাহালুর দূর্গাপুর এনায়েতুল্লাহ মাদ্রাসার কেরানী পদে কর্মরত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা।
স্থানীয় প্রত্যক্ষদর্শী, লাইনম্যান, থানা পুলিশ সূত্রে জানা যায়, সান্তাহার থেকে ছেড়ে আসা বগুড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস যখন কাহালু স্টেশন পার হয়ে উলট্টগ্রাম পার হচ্ছিলেন তখন মুসা ট্রেনের সামনে মাথা এগিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার দেহের বিভিন্ন অংশ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, প্রাথমিকভাবে জেনেছি মুসা পেশাগত কারণে মানসিক চাপে ছিলেন। সেই চাপেই হয়তো আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় রেলওয়ে পুলিশ আইনগত পদক্ষেপ নিবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট