সোমবার (১৫ এপ্রিল ২০২৪) চট্টগ্রামের রাউজান জগৎপুর আশ্রমের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দুদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথমদিন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর বাংলা ঢোল বাদনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। শিল্পীগোষ্ঠীর পরিচালক শিল্পী বিপ্লব জলদাসের নেতৃত্বে
উদ্বোধনী ঢোলবাদন পরিবেশন করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান ও লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এর সুযোগ্য পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস ও শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।
এ সময় বাংলা ঢোলের রকমারি পরিবেশনায় উপস্থিত দর্শকদের উল্লাস ও মুগ্ধতা লক্ষ্য করা যায়।
সানাইয়ের সুর, জয়ঢাক বাংলাঢোল মন্দিরা ও মার্কেজ সহযোগে শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন বিমল জলদাস, দিলীপ জলদাস, বিধান দাস, সুজন দাস, লিটন দাস, আকাশ দাস, সুমন দাস, সজল দাস প্রমুখ।
ঢোলবাদন পরিবেশন শেষে শিল্পী বাবুল জলদাসের গলায় উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করেন জগৎপুর আশ্রম কর্তৃপক্ষ।