মানুষ ভালোবেসে বাঁচে
-ফাতিমা কানিজ
তুমি এবার যখন এলে
বসন্ত পেরিয়ে দূর্দান্ত বৈশাখ
প্রেমহীন ঝরা পাতারা দমকা হাওয়ায় বেসামাল
রুদ্র আকাশে চলে ভৈরবী তাণ্ডব,
অভিমানী মেঘেদের আনাগোনা
সমুদ্রে সে কি গর্জন, বুঝতে পারি
এ সবই তোমাকে পাবার তৃষ্ণা
কাছে আসার ব্যাকুলতা।
বাতাসের গল্পে গল্পে নেমে আসে সন্ধ্যা
দক্ষিণের জানালা খুলে দেখি
হাওয়াই মিঠাই সংসার, আদুরে ঠোঁট
শুনতে পাই তোমার মোলায়েম কন্ঠ।
আঙ্গুলে আঙ্গুল রেখে হেঁটে যাই লোনাজল
পেছনে ফেলে বিষাদের অন্ধকার,
অব্যক্ত কিছু কথা কবিতা হয়ে আসে।
খরতাপ উপেক্ষা করে নেতিয়ে পড়া
আরোহী লতার মতো জড়িয়ে থাকি
যেন তোমার বৃত্তে আমার নিভৃত বাস।
মহাসমুদ্রের বুকে বৃষ্টির জলকেলি
তুমি সেই বিশাল সমুদ্র,আমি একফোঁটা বৃষ্টি জল।
একসময় কথা ফুরিয়ে যায়
আবার একাকিত্ব, আবার অপেক্ষা
তোমার শূন্যতা বুকে জমাট বাঁধে
মূহুর্তগুলো বেঁচে থাকে।
আসলে মিলনে বা বিরহে ভালোবাসায়
মানুষ কখনো নিঃস্ব হয় না, হয় পরিপূর্ণ।