২৫ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্বোধনী ঢোল বাদনের মধ্য দিয়ে বিটা (বাংলাদেশ ইন্সটিটিউট অব থিয়েটার আর্টস) এর আয়োজনে তারুণ্যের অংশগ্রহণে গড়ে উঠবে আগামীর নাগরিক এই স্লোগান নিয়ে এমপাওয়ারিং ইয়ুথ ইন ইনক্লুসন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামের পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে শিল্পীগোষ্ঠীর পরিচালক শিল্পী শ্রী বিপ্লব জলদাস এর পরিচালনায় এবং বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান ও আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাসের নেতৃত্বে উদ্বোধনী ঢোলবাদনে অংশগ্রহণ করেন শিল্পী দিলীপ দাস, দোলন জলদাস, সুজন দাস, আকাশ দাস, সজল দাস প্রমুখ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট