1. fauzursabit135@gmail.com : S Sabit : S Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

নূহ-উল-আলম লেনিনের ৭৭ তম জন্মবার্ষিকী পালন

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
সংবর্ধনা অনুষ্ঠানে ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে নূহ-উল-আলম লেনিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি- অদেখা বিশ্ব

বিশিষ্ট লেখক, রাজনীতিবিদ  বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. নূহ-উল-আলম লেনিনের ৭৭ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ভাওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে লেনিনের জন্মগ্রাম রানীগাঁও ও শিমুলিয়া গ্রামবাসী এর আয়োজন করে। শিক্ষাবিদ মনোয়ার হাসিনুল আলম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রামনগর বার্তার প্রকাশক বিশিষ্ট সংগঠক খান নজরুল ইসলাম হান্নান। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুন্সী দেলোয়ার হোসেন, আসন্ন লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েব, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, কনকসার ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশিষ্ট রাজনীতিক শেখ মোজাম্মেল হোসেন রিপন, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপাল চন্দ্র পাল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সুলতান মোল্লা, স্থানীয় মোবারক হোসেন, আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারভোগ ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান তালুকদার। সংবর্ধিত প্রধান অতিথি নূহ-উল-আলম লেনিন তাঁর বক্তব্যে বলেন, জন্মভিটায় এসে আমি আজ স্মৃতিকাতর। জন্মগ্রাম রানীগাঁওয়ের জলবায়ু, আলো-বাতাস আমার স্মৃতিতে ভাস্বর। ১৯৯৭ সালে আমি আওয়ামী লীগে যোগদান করি। কিন্তু কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি। রক্ত দিয়ে যে বাংলাদেশ স্বাধীন করেছি, সে দেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে দেখতে চাই। দেশে এখন সততার আকাল চলছে। আমরা দুর্নীতির জন্য এদেশ স্বাধীন করিনি। দেশ এখন দুর্নীতে ছেয়ে গেছে- প্রধানমন্ত্রীও এটা স্বীকার করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews