1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ৫ কোটি টাকা ব্যয়ে গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে সভা শনিবার আরো ৩৪ জেলায় নতুন ডিসি বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর খাগড়াছড়িতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কেশবপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-১, ইজিবাইক উদ্ধার জাককানইবি’তে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. মিজানুর রহমান ২০২৪ এর গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে শহীদ মার্চ পালন  সুনামগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ রাজশাহীতে নাশকতা মামলায় দুই ইউপি চেয়ারম্যান আটক

ধরে ফেলতে হবে শোষকের হাত!

মজিব রহমান
  • প্রকাশিত: বুধবার, ১ মে, ২০২৪
রোমান সম্রাটের দরকার ছিল দাস বিদ্রোহ দমনের৷ সভাসদগণ প্রস্তাব করলেন প্লেটোর মত প্রয়োগের৷ যদি দাসদের পরকালের লোভ দেখানো যায় আর সে জন্য আরাধনা করানো যায় তবেই দাসরা শাসকদের বিত্তবৈভবের দিকে না তাকিয়ে তাকাবে স্বর্গের দিকে৷ প্রথমে প্রচলিত প্যাগান কয়েকজন দেবদেবি দিয়েই পরীক্ষা করা হল৷ কিন্তু অনেকেরই ভিন্ন ভিন্ন দেব-দেবী ছিল৷ তাতে লাভ হল না৷ তখন মৃতপ্রায় অলৌকিক খ্রিস্টধর্মকেই সামনে আনা হল৷ চার্চ তৈরি করে, পুরোহিত নিয়োগ দেয়া হল৷ আইন করা হল যারা এ ধর্ম পালন করবে তাদের সুযোগ সুবিধা দেয়া হবে আর এ ধর্ম গ্রহণ না করলে শাস্তি দেয়া হবে৷ হাজার হাজার দাসকে চাপকিয়েও নিয়ন্ত্রণ করা যেত না অথচ তাদের খ্রিস্টধর্ম দিয়ে সহজেই নিয়ন্ত্রণ করা গেল৷ পৃথিবী থেকে জ্ঞানচর্চা বিলুপ্ত হল, খৃষ্টধর্ম বিরোধী সব চিন্তা থামিয়ে দেয়া হল! বিজ্ঞান-দর্শন স্থবির হয়ে গেল৷ চারদিকে শুধু খ্রিস্টধর্মের উন্মাদনা৷ শুরু হল হাজার বছরের অন্ধকার যুগ৷ পাশ্চাত্যের দেশগুলোর মানুষ রেনেসাঁর ছোঁয়ায় সভ্য হতে থাকলো৷ তাদের দাস-শ্রমিক ও সাধারণ জনগণ মুক্ত হতে শুরু করল৷ পৃথিবীর দরিদ্র দেশগুলোর মানুষ এখনো বুঁদ হয়ে আছে অন্ধ বিশ্বাসে৷ লোভ দেখিয়ে এখনো শৃঙ্খল ভাঙ্গতে দিচ্ছে না৷ আমরা বলছি, অলৌকিক লোভ হল অসহায় মানুষের বাঁচার সম্বল৷ তবে আমি বুঝি আপনি সেই সম্রাট কনস্টানটাইনের মতোই আমাকে বিদ্রোহ করতে দিতে চাচ্ছেন না৷ আমার প্রতিবাদ করার কণ্ঠ লোভ দেখিয়ে বন্ধ করে দিচ্ছেন৷ এমন সম্বল আমার কি কাজে লাগে? আমি যদি প্রতিবাদ করতে পারতাম তবে মামুনুল-আনভীররা প্রতারণা করার সাহস পেত না৷ আমি আঙুল তুলতে পারলে এসআলম গ্রুপ শ্রমিকদের গুলি করার সাহস পেত না৷ ফারাও রাজারা বলতো কঠোর পরিশ্রম করো তাতে পরকালে আরামে থাকবা, পোলাও-পায়েস খাইবা! ইহকালের সব আরাম আয়েস মালিকের-ক্ষমতাশালীর আর শ্রমিকের জন্য সব থাকবে পরকালে! তবুও বলা হবে, লোভের সম্বল নিয়াতো মিয়া বাইচ্চা আছো! বাইচ্চা থাকাই বড় কথা! স্রষ্টা তোমাকে যতটুকু দিয়েছে তা নিয়েই খুশি থাক৷ সম্পদ কম থাকলে পরকালে হিসাবও কম!
বসুন্ধরার মালিক এক কিশোরীকে ধর্ষণ করে মৃত্যুর দিকে ঠেলে দিবে৷ সাপোর্ট দিতে থাকবে নঈম নিজাম ও ইমদাদুল হক মিলনরা৷ আপন জুয়েলার্সের মালিক, পুত্র কর্তৃক ধর্ষণ করার পর বলবে, বড়লোকের পোলারা আকাম-কুকাম একটু করবেই৷ আবার তারাই শ্রমিকদের অলৌকিক লোভ দেখার ব্যবস্থা করতে শত শত কোটি টাকা ব্যয় করবে— পরকালে হুরীর জন্য৷ আমরা তা বোঝতেও পারি না৷ এস আলম গ্রুপ পাচার করার জন্য এক লক্ষ কোটি টাকা পায় কোথায়? সামিট গ্রুপ দেশের মানুষকে কতটা ঠকালে— বাংলাদেশে ব্যবসা করে সিংগাপুরের সেরা ধনী হতে পারে৷ কিংবা একজন ছাত্রনেতা কিভাবে দুই হাজার কোটি টাকা পাচার করতে পারে?
এই টাকা রাজনীতিবিদ ও পুঁজিপতিরা লুটেছে মূলত দরিদ্র শ্রমিকদের ঠকিয়ে৷ প্রথমত শ্রমশক্তির তুলনায় মজুরী কম দিয়ে এবং দ্বিতীয়ত রাষ্ট্রের টাকা লুণ্ঠন করে যা দেশের দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় হতো৷ এবং শ্রমিকরাই দেশের সবচেয়ে দরিদ্র শ্রেণি৷ রাষ্ট্র পুঁজিপতিদের লুটপাট থামাবে না৷ এর অংশীদার শাসকদের অনেকেই৷ ওই ছাত্রনেতা বা এস আলম গ্রুপ যে অন্যের টাকাও পাচার করেছে, সেটাও বোঝা যায়৷ সাধারণ শ্রমজীবী মানুষ যদি শোষক-লুটেরাদের হাত ধরে ফেলতে না পারে তবে শ্রমিকদের মুক্তি মিলবে না৷ শ্রমিকের পক্ষের কোন সরকারও আসবে না৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews