শিরোনাম নেই
– সেলিনা আখতার খান
একদিন মেঘের কাছে দুহাত পেতে বললাম একটু জল দাও,
আমার অজশ্র না পাওয়ার বেদনায় কাঁদতে চাই,
মেঘ বললে ওগো মেয়ে তোমার গড়িয়ে পড়া চোখের জল
বুকে করেই আমি মেঘ হয়েছি,
তোমার না পাওয়ার তীব্র চিৎকার ঝরে পড়ে আমার গর্জনে,
কি দেব তোমায় আমি!!
ঝড়কে বললাম আমার বুকে আটকে আছে শত জনমের কান্না,
আমায় একটু বাতাস দাও, উড়িয়ে দিতে চাই সব বেদনা।
ঝড় বলল তোমার দীর্ঘশ্বাস বুকে নিয়ে এই আমি
ভেঙ্গে ফেলি ঘর, ভেঙ্গে ফেলি চরাচর!!
আমি অবশেষে তোমার কাছে এলাম মৃত্তিকা
বুকে নাও, বুকে নাও, একটু আশ্রয় দাও আমায়,
মৃত্তিকা বলে,” আমি যে রূপে আছি তা তোমার,
তাইতো সইতে পারি কষ্ট অপার”!!!