জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের দায়িত্ব পালনের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের কার্যক্রম চালাতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
জিএম কাদেরের আইনজীবী অ্যাডভোকেট ওয়াজি উল্লাহ সমকালকে বলেন, আপিল বিভাগ বাদীর লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন। এর ফলে জিএম কাদেরের দলীয় কার্যক্রম করতে আর কোনো বাধা রইল না। তিনি এখন থেকে দলের গঠনতন্ত্র অনুযায়ী, সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট