বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে,গণসারক্ষরতা অভিযান এর সহযোগীতায় অনুষ্ঠিত হয়,শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহআ।
১২ মে-২০২৪ খ্রি: রোজ রবিবার বিকাল ৩ ঘটিকার সময় পঞ্চগড় জেলার বোদা উপজেলার, সেচ্ছাসেবী সংস্থ্যা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর হলরুমে অনুষ্ঠিত হয় “শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ” শীর্ষক আলোচনা সভা, উক্ত অনুষ্ঠানে চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম প্রধানের সভাপতিত্বে অুষ্ঠিত সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মো: শাহজাহান মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার, বোদা, পঞ্চগড়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এএফএম জাকির হোসেন, উপজেলা সমবায় অফিসার, বোদা, পঞ্চগড় । সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: আজগর আলী হারুন, পল্লী সহিত্য সংস্থার নির্বাহী পরিচালক মো, হারুন অর রশিদ , স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ আবুল হোসেন শীলন, নারী সংগঠক, মোছা: মালেকা বেগম, জেষ্ঠ্য গণমাধ্যম কর্মী মো: নজরুল ইসলাম, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি, শিক্ষক সংগঠক, সিভিল সোসাইটি, প্রতিনিধি, শিক্ষার্থী, বিদ্যোৎসাহী, গবেষক, নারী সংগঠক, এনজিও প্রতিনিধি, এবং গণমাধ্যম কর্মীসহ আলোচনা সভা অনুষ্ঠানটিতে অর্ধশতাধিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মানসম্মত শিক্ষা, এসডিজি বাস্তবায়নে আমাদের এক সাথে কাজ করতে হবে, প্রাথমিক শিক্ষায়, ছেলে মেয়ের পড়াশুনা আমাদের সবার নিশ্চিত করেতে হবে এবং শিক্ষা ব্যবস্থায়,বাস্তবসম্মত শিক্ষায়, স্মর্ট শিক্ষা গ্রহন করতে, শিক্ষার্থীদের উপযুক্ত পরিবেশ, তাদের মেধা বিকাশ কেন্দ্র, খেলাধুলায়, বিশেষ নজর দিতে হবে, মা বাবার সানিধে রেখে পাঠদান, সন্তানকে বেশি সময় দেয়া, তবেই, শিক্ষায় রুপান্তর হতে পারবো,ইত্যাদি বিষয়ে অরো বিষদ ভাবে আলোচনা করেন।
অনুষ্ঠানে অতিথিগণ, উন্মুক্ত আলোচনায় তারা তাদের নিজস্ব মতামত তুলে ধনের, প্রাথমিক বিদ্যালয় গুলোতে অভিভাবক সমাবেশে আরো গুরুত্ব দেয়া, সন্তানদের স্কুল সময়ে পারিবারিক কাজে সংপৃক্ত না করা , মিটডেমিল চালু রাখা ওমিটডেমিলে পুষ্টিকর খাবার সংযুক্ত করা, যোগ্য শিক্ষক নিয়োগ করা, শিক্ষার্থীদের শ্রেণী কক্ষের পর্যাপ্ত ব্যবস্থা থাকা, যুপোযোগী ও মান সম্মত কারিগরি শিক্ষায় বেশি নজরও গবেশনা কার্যক্রম জোরদার করা, সরকারী ভাবে স্কুল গুলোতে, ড্রেস, কেট্স, খেরার সামগ্রী ,পানির বোতল বরাদ্দ রাখা, বক্তারা,ইত্যাদি বিষয়গুলো নিয়ে অংশগ্রহকারীগন মতামত ব্যাক্ত করেন। উক্ত সভাটি সঞ্চালনা করেন অনিল চন্দ্র শর্মা, সমন্বয়কারী বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন, বোদা, পঞ্চগড় ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট