মন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা যাতে সব প্রতিবন্ধকতা দূর করে জীবনে সফল হতে পারে এবং তাদের জীবন সুরক্ষিত থাকে, সে জন্য সব কিছু করা হচ্ছে। তিনি আরো বলেন, ‘হোল অব সোসাইটি অ্যাপ্রোচে’ কাজ করার মধ্য দিয়ে অসহায় মানুষের সুরক্ষা ও নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার।
এ জন্য সব ধরনের জাতীয় পরিকল্পনায় বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কথা বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। শিশু অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সমাজ সুরক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সংস্থা ‘তরি ফাউন্ডেশন’-এর নির্বাহী আফিয়া কবির আনিলা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশদূষণ থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাতেই হবে। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে বাংলাদেশের অনেক মানুষ বাস্তুচ্যুত হবে। তাই মানুষকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।