অদেখা বিশ্ব অনলাইন নিউজ পোর্টালের সহ সম্পাদক মোঃ ফাওজুর রহমান সাবিতের আজ জন্মদিন।
সাবিত ১৯ মে ২০০৫ সালে ঝিনাইদহ জেলার কালীগঞ্জে জন্মগ্রহণ করেন। ২০২১ সালে কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ২০২৩ সালে সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
তরুণ সংগঠনকর্মী সাবিত জাপানভিত্তিক সেচ্ছাব্রতি সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর যুব সংগঠন ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার এর সভাপতি হিসেবে তৃতীয় মেয়াদে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ যুব ছায়া সংসদের ঝিনাইদহ ০৪ আসনের ছায়া সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়াও নদীমাতৃক বাংলাদেশে নদী দূষণ রোধে অন্যতম কার্যকরী সংগঠন ক্লিন রিভার বাংলাদেশের ঝিনাইদহ ডিস্ট্রিক্ট কো-ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ফাওজুর রহমান সাবিত বর্তমানে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এ আইন বিভাগে স্নাতকে অধ্যায়নরত আছেন।
শিক্ষক দম্পতি মোঃ হামিদুজ্জামান ও মাহফুজা খাতুন এর তিন সন্তানের মধ্যে দ্বিতীয় সাবিত। ছোট বেলা থেকেই সামাজিক ও সেচ্ছাসেবী মনোভাবাপন্ন সাবিত অদেখা বিশ্ব নিউজ পোর্টালের ঝিনাইদহ জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। পদন্নোতি পেয়ে আজ থেকে তিনি অদেখা বিশ্ব অনলাইন নিউজ পোর্টালের সহ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।