বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া সদর উপজেলার সম্মেলনে ১৩ সদস্য কমিটি গঠিত হয়েছে।
১৮ মে শনিবার সন্ধ্যায় কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে শাহনিয়াজ কবির খান পাপ্পুকে সভাপতি, অখিল পালকে সাধারণ সম্পাদক ও মামুনুর রহমানকে সহ-সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মামনুর রশিদ দোলা, নাজির হোসেন, আব্দুল কুদ্দুস, ফিরোজ আখতার পলাশ, সুকমল চন্দ্র দাস, আরিফুল হক খান রনিক, শুভ শংকর গুহ রায়, শাওন পাল, ছাব্বির আহম্মেদ রাজ
কাউন্সিল অধিবেশনের শুরুতে শোকপ্রস্তাব পাশ করা হয় এবং ১৭ তম সম্মেলনের পর থেকে এ সময়কাল পর্যন্ত যে সকল পার্টির কমরেড, বন্ধু, সুহৃদ, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সাধারণ সম্পাদকের রিপোর্ট, অর্থহিসাব পাশ করা হয়।
কাউন্সিলে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আব্দুল্লাহ আল ক্বাফী রতন। জেলা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোঃ আমিনুল ফরিদ, সম্পাদক মন্ডলীর সদস্য সাজেদুর রহমান ঝিলাম।
এর আগে গত শনিবার বিকাল ৫ টায় বগুড়া ঐতিহাসিক সাতমাথায় সিপিবি বগুড়া সদর উপজেলা কমিটির ১৮ তম দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী সমাবেশ ও সমাবেশ শেষে র্যালি অনুষ্ঠিত হয়।