বগুড়া জেলার সোনাতলায় স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ মে বুধবার বিকেল ৩ টায় সোনাতলা ভোজনশালা রেস্টুরেন্টে নাগরিক কমিটির আহ্বায়ক ও সাবেক জেলা ও দায়রা জজ বাবু অরূপ কুমার গোস্বামীর সভাপতিত্বে সোনাতলা পৌরসভাসহ সমগ্র উপজেলার বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নির্ধারণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক, সালাহউদ্দিন মানু, সহকারি অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তু, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, নাগরিক কমিটির নির্বাহী সদস্য রবিউল ইসলাম রিবন সরকার, রাকিবুল হাসান রাকিব, মশিউর রহামান, শফিউল্লাহ শফি, প্রভাষক গোলাম রব্বানী, মেহেদী হাসান হিরু মন্ডল, উন্নয়ন কর্মী আহসান হাবিব নয়ন, সাংবাদিক মিনাজুল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ।
উল্লেখ্য ২০০৮ খ্রি. থেকে সোনাতলাবাসীর নাগরিক অধিকার আদায়ে বিভিন্ন দাবি নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সোনাতলা স্টেশনে যাত্রা বিরতির দাবিতে গনসংযোগ, পথসভা ও বিক্ষোভ মিছিল করে আসছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট