1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১২ অপরাহ্ন

সাতক্ষীরার হাড়দ্দাহ বেড়িবাঁধে ভাঙন

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

সাতক্ষীরা হাড়দ্দাহ বিশ্বাসপাড়া মোড় হতে বাবু গাজীর চর পর্যন্ত ইছামতী নদীর সাইড দিয়ে ওয়াপদার রাস্তার বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। এরমধ্যে ৪টি পয়েন্ট খুবই ঝুকিপূর্ণ। স্থানীয় আবুল হোসেন, আজিজ সরদার, রেজাউল ইসলাম, ইসমাইল আব্দুল, গফফার, গোলাম বারি, গোলাম মোস্তফা, আলি আশরাফ, তুহিন হোসেন, আব্দুস সালামসহ অনেকে জানান, গত আম্পানের সময় আমাদের এলাকা দিয়ে বেড়িবাধ ভেঙে এলাকায় পানি প্রবেশ করেছিলো। ক্ষতি হয়েছিলো হাড়দ্দাহ গ্রামের সকল মৎস্য ঘের ও কৃষি ফসল। পরবর্তীতে উক্ত রাস্তা সাড়ে চার ফুট উঁচু করে মাটি ভরাট করার টেন্ডার ও দেওয়া হয়।

কিন্তু এলাকাবাসি জানেনা কি কারণে দুই এক জায়গায় কিছু বালি কিছু মাটি ফেলে কাজের পরিসমাপ্তি ঘটায়, যা অতি নগন্য, আবার ও ঘুর্ণিঝড় রেমাল আসার খবরে এলাকাবাসি আতংকে দিনাতিপাত করছে। ইছামতিতে ৫ থেকে ৭ ফুট পানি বৃদ্ধি পেলেই আবারও হাড়দ্দাহের বিভিন্ন পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হতে পারে সাতক্ষীরার নিম্নাঞ্চল। ঝুকিপূর্ণ পয়েন্ট হলো, হাড়দ্দাহ বিশ্বাসপাড়ার মোড় হতে বারির বাড়ি পর্যন্ত, জাহিদ এর বাড়ি হতে মোহরের বাড়ি পর্যন্ত, জালাল এর বাড়ি হতে বাবু গাজীর চর পর্যন্ত। এলাকাবাসি দ্রুত ভাঙন কবলিত স্থানে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা ও ঝুকিপূর্ণ স্থানে উঁচু করে মাটি ভরাট করে প্রতিরোধ করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আশু কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews