1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের ন্যায়বিচারের আওতায় আনার আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার বীর উত্তম আর নেই চীনের ‘ইন্টারন্যাশনাল মেডিক্যাল হেলথ প্রোমোশন অ্যাম্বাসেডর’ হলেন বাংলাদেশি শিক্ষার্থী নূর বরিশালে “শিক্ষায় জলবায়ু পরিবর্তনের প্রভাব: নাগরিক সমাজের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা সোনাতলায় ‘দি গ্লোবাল কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত খুলনায় “শিক্ষায় জলবায়ু পরিবর্তনের প্রভাব: নাগরিক সমাজের করণীয়” শীর্ষক মতবিনিময় কক্সবাজার হোটেল সী মুনের আনন্দ আয়োজন সোনাতলার বালুয়াহাট ডিগ্রি কলেজে নবীনবরণ ও অভিভাবক সমাবেশ বগুড়ার ফুলবাড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কিরগিজস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে থাকবে

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

কিরগিজ রিপাবলিকের রাজধানী বিশকেকে সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে দেশটির নাগরিকদের সংঘর্ষ, হামলা ও মারধরের ঘটনার পর এ বিষয়ে বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। গতকাল বুধবার কিরগিজস্তানের উপশিক্ষামন্ত্রী রাসুল আভাজবেক উলুর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত (তাসখন্দ, উজবেকিস্তানে আবাসিক) ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এ বৈঠক করেন। এ সময় দূতাবাসের মিনিস্টার নাজমুল আলম উপস্থিত ছিলেন। উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সাম্প্রতিক ঘটনা উল্লেখ করে কিরগিজস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়ে দেশটির উপশিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন রাষ্ট্রদূত। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী আগামী কয়েক মাস অনলাইনে ক্লাস করার সুযোগ দিতেও অনুরোধ জানান তিনি। এ ছাড়া বাংলাদেশ-কিরগিজস্তানের ক্রমবর্ধমান সম্পর্কের কথা উল্লেখ করে দুই দেশের মধ্যে শিক্ষাসহ দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত।

এ সময় কিরগিজ উপশিক্ষামন্ত্রী রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন– বাংলাদেশসহ সব বিদেশি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতে দেশটির সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোও আন্তরিকভাবে কাজ করছে। তিনি অনলাইন ক্লাসের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবেন বলেও আশ্বাস দেন। এ ছাড়া বাংলাদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক সই করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।

এদিকে রাষ্ট্রদূত মনিরুল ইসলাম বাংলাদেশি শিক্ষার্থীরা পড়ছেন দেশটির এমন বিশ্ববিদ্যালগুলোর রেক্টর, ভাইস-রেক্টর ও ডিনের সঙ্গেও শিক্ষা কার্যক্রম, নিরাপত্তা, আবাসন, যাতায়াত, খাবারসহ নানা বিষয়ে আলোচনা করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সচেষ্ট রয়েছে বলে রাষ্ট্রদূতকে জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews