ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার ঘটনায় রিমান্ডে আনা আসামিরা চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। শনিবার (১৫ মে) সকালে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, জানা গেছে, আসামিদের উদ্দেশ্য ছিল সেখানে এমপিকে আটকে রেখে কিছু টাকা নেয়া। কিন্তু এটা তাদের মূল গেইম বা মূল উদ্দেশ্য ছিল না। তাদের মূল গেইম ছিল এমপিকে মেরে ফেলা।
তিনি বলেন, দেশে ভারতীয় পুলিশের একটি টিম দুই থেকে তিন দিন ধরে তদন্ত করছে। আমাদেরও একটি টিম কলকাতা যাবে। আমিসহ ডিবির একটি টিম আজ রাতে অথবা রোববার (২৬ মে) ভোরে কলকাতা যাব।
হারুন অর রশিদ জানান, ব্যবসায়িক লেনদেনসহ আধিপত্য বিস্তার বা অনেক কিছুই থাকতে পারে হত্যাকাণ্ডের পেছনে। ভারতীয় পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই হত্যাকাণ্ডের তদন্ত করছে। হত্যাকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ আছে। তবে তদন্তের স্বার্থে এখন জানানো যাবে না।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট