সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। কোরবানির ঈদের ছুটির পর থেকে নতুন এ কর্মসূচি বাস্তবায়িত হবে।
সচিব বলেন, এত দিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস ছিল।কোরবানির ঈদের ছুটির পর থেকে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস চলবে। দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। শুক্র-শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।