মাগুরার ইটখোলাতে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে দোকান ও বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদ এবং একাজের সাথে জড়িতদের বিচারের দাবি করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। বুধবার দুপুরে মাগুরা পৌরসভার ইটখোলা বাজার এলাকার আসহাবুল ও তার পরিবার এবং এলাকাবাসী সাংবাদকর্মিদের কাছে এ অভিযোগ করেন। হামলার শিকার ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানায়, ইটখোলা বাজারের আসহাবুলের সঙ্গে আবালপুর গ্রামের মারুফ মাওলানার সম্পত্তি নিয়ে পূর্ব থেকেই বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে সম্প্রতি ২ জুন বেলা ১১ টার মারুফ মাওলানার ভাগ্নে পৌরসভার ভায়না এলাকার তানভীরের নেতৃত্বে ৪টি মাইক্রোবাস ও প্রায় ত্রিশ থেকে চল্লিশটি মটরসাইকেল যোগে দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী বাহিনী আসহাবুলের বাড়িতে ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে এবং বাড়িতে থাকা নারীদের সঙ্গে অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনার চার দিন অতিবাহিত হলেও এখনো কোনো পুলিশের অ্যাকশন না নেওয়ায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। পাশাপাশি তারা প্রচন্ড ভয়ভীতিতে জীরনযাপন করছে।তাই পরিবারটি এই ঘটনার সুস্থ তদন্ত করে জড়িতদের বিচারের দাবি করছেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট