1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১০ জুন, ২০২৪

ঝিনাইদহে থানায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও ভাঙচুর চালানোর খবর পাওয়া গেছে।

আসামি গ্রেপ্তারের প্রতিবাদে হামলা চালিয়ে থানা ভাঙচুর করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হয়েছেন।

রোববার (৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার শৈলকুপা থানায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

আহত তিন পুলিশ সদস্য হলেন, আব্দুল সালাম, মো. ইকবাল হেসাইন ও তরিকুল মিনা।

আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আব্দুস সালাম ও ইকবাল হোসাইনের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন।

আহত অন্যান্যরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয়রা জানান, শৈলকুপায় আওয়ামী লীগ কর্মী এজাহারভুক্ত আসামি ধাওড়া গ্রামের মোস্তাক সিকদারকে পুলিশ আজ রোববার দুপুরে আটক করে। এতে ক্ষিপ্ত হয়ে বিকালে স্থানীয় আওয়ামী লীগের শত শত লোকজন শৈলকুপা থানা ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট ছুড়ে। পুরো থানা চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় আধাঘণ্টা ধরে হামলা-পালটা হামলা চলে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।

শৈলকুপা থানার ওসি মো. শফিকুল ইসলাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে বলেন, হামলায় আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নিরাপত্তাসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহত সবাই ঝিনাইদহ পুলিশ লাইনের সদস্য বলে জানিয়েছেন ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews