“আজ অদেখা বিশ্বের” জন্ম দিন। কি চমৎকার নাম। আমরা যারা বিশ্ব দেখিনি তাদের কাছে বিশ্বকে সামনে আনার প্রয়াস নিয়েছে পত্রিকাটি। আমি কৃতজ্ঞতা জানাই। শুরু থেকে আমার অনেক লেখা এখানে প্রকাশিত হয়েছে। যার মধ্যে মুক্তিযুদ্ধতো আছেই। আর বৈশাখের পান্তা ইলিশ বিরোধিতার সাফল্য আনতে আরও কিছু পত্রিকার সাথে অদেখা বিশ্ব ভূমিকা রেখেছে। আমি আশা করবো দেশ এবং মানুষের অপ্রকাশিত কথা, চাওয়া পাওয়া, পত্রিকাটির মাধ্যমে পরিপূর্ণতা পাক । পত্রিকাটির বানী সারা বিশ্বে ছড়িয়ে যাক সেই সাফল্য কামনা করি। কৃতজ্ঞতা সহ
সেলিনা আখতার খান
উপপরিচালক
দুর্নীতি দমন কমিশন
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট