গতকাল মঙ্গলবার কাদের সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক করে নিজেদের অবস্থান তুলে ধরেন।বৈঠক শেষে কাদের সিদ্দিকী ও নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ পৃথক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।