কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিনা, জেলা স্বেচ্ছাসেবক লীগের ষভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদ, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উজ্বল বিশ্বাস, জেলা কৃষকলীগ নেতা অশরাফুল আলমসহ প্রমুখ।তারা বলেন, একটা পক্ষ ষড়যন্ত্র করে এমপি আনার হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের নেতা সাইদুল করিম মিন্টুকে জড়াতে চাচ্ছে। আনার হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নেওয়ার জন্য আজ তাকে আটক করা হয়েছে। অবিলম্বে আমাদের নেতাকে মুক্তি না দিলে আগামীতে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।