ঝিনাইদহ ০৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটকের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন) দুপুরে জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে।
ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান, সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদ, কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। সংসদ সদস্য আনার হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে। মিন্টুকে দ্রুত সময়ের মধ্যে ঝিনাইদহে ফিরিয়ে দেওয়ার দাবি তাদের। এই সময় বক্তারা বলেন ২৪ ঘন্টার মধ্যে জনতার মিন্টু ভাইকে জনতার নিকট ফিরিয়ে দিতে হবে, না হলে আরও বৃহৎ পরিসরে আন্দোলনের হুশিয়ারি দেন নেতাকর্মীরা।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকার ধানমন্ডির আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতার বাসাসংলগ্ন এলাকা থেকে আটক করা হয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে। ডিবির একটি সূত্র জানিয়েছে, ডিএমপির মিন্টো রোডে তাকে ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে। আনার হত্যার ঘটনায় এর আগে গ্রেপ্তার ব্যক্তিরা কিছু তথ্য দিয়েছেন, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততা পেলে মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
আনার হত্যাকাণ্ড: জেলা আওয়ামীলীগের সা.সম্পাদক মিন্টু আটক, কি বলছেন নেতাকর্মীরা?
এর আগে, সংসদ সদস্য আনার হত্যা মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে গ্রেপ্তার করে ডিবি। তিনি বর্তমানে সাত দিনের রিমান্ডে রয়েছেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট