অদেখা বিশ্ব নিউজ পোর্টালের ৫ম বছর পেরিয়ে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে পত্রিকাটির সন্মানিত পাঠকসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অদেখা বিশ্ব পত্রিকাটি সব সময় সাহসীকতার সাথে বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর, সময়োপযোগী ও বাস্তবভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে দ্রুত গতীতে এগিয়ে চলছে। অদেখা বিশ্ব গণমানুষের পত্রিকা হিসেবে ইতোমধ্যে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। একইসঙ্গে মুক্তবুদ্ধিচর্চার মাধ্যমে অদেখা বিশ্ব একটি অগ্রসরমান জাতি গঠনে নিয়ামক হিসেবে কাজ করতে পারে। জঙ্গিবাদ, অপসংস্কৃতি, মূল্যবোধের অবক্ষয়, ধর্মান্ধতা, মাদক, দুর্নীতি ও সন্ত্রাস রোধে গণমাধ্যম বিশেষ করে সংবাদপত্র বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে একটি নিষ্কলুষ সমাজ গঠনে অগ্রপথিকের ভূমিকা পালন করতে পারে বলে আমাদের বিশ্বাস। অদেখা বিশ্ব নিউজ পোর্টালের বস্তুনিষ্ঠ এবং গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশে সুশাসন, গণতন্ত্র ও উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে তাদের অবদান অব্যাহত রাখবে এবং পত্রিকাটি পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও দশের কথা বলে মাটি ও মানুষের আরো কাছে পৌঁছাতে সক্ষম হবে। বিগত দিনের মতোই আগামীতে আরও ভালো করবে এই প্রত্যাশা রেখে অদেখা বিশ্ব নিউজ পোর্টালের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি আবারও সবার মঙ্গল কামনা করে এই পত্রিকার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।
মামুনুর রশিদ মামুন
ডিরেক্টর
ট্রেড ভিশন
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট