প্রস্তাবিত বাজেটে কৃষিতে ভর্তুকি কমানোয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সমালোচনা করেছেন স্বতন্ত্র এমপি নাসের শাহরিয়ার জাহেদী। তিনি বলেন, কৃষিনির্ভর দেশে কীভাবে অর্থমন্ত্রী ভর্তুকি কমালেন! এর কোনো যুক্তি দেখি না।
বৃহস্পতিবার সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন নাসের শাহরিয়ার জাহেদী।
ঝিনাইদহ-২ আসনের এমপি নাসের শাহরিয়ার চলতি বছরের মূল্যস্ফীতি প্রসঙ্গ টেনে বলেন, ৭৩৯টি পণ্যের মধ্যে পাঁচ শতাধিক হচ্ছে কৃষিজাত পণ্য। মূল্যস্ফীতি কমাতে কৃষির উৎপাদন বাড়াতে হবে। কৃষককে ভর্তুকি দিতে হবে। অত্যন্ত দুঃখজনক, কৃষিতে ৩২ দশমিক ৭ শতাংশ ভর্তুকি কমিয়ে দেওয়া হয়েছে। গত বছর যেটা (ভর্তুকি) ছিল, তা যেন থাকে সেই দাবি করেন তিনি।বাজেটে বরাদ্দ করা অর্থ যথাযথ ব্যবহার না করলে জনগণ সুফল পাবে না উল্লেখ করে আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাছিম বলেন, সরকারি ক্রয়নীতি সংশোধনের সময় আবার এসে গেছে। এটিকে যথাযথভাবে সংশোধন এবং সমন্বয় করে সরকারের টাকা অপচয়ের পথ বন্ধ করতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। এমপিওভুক্ত শিক্ষকদের অবসরভাতার জন্য অপেক্ষা করতে হয় বছরের পর বছর। এ সমস্যা সমাধানে থোক বরাদ্দ দেওয়ার অনুরোধ করেন এই সংসদ সদস্য।
দেশে আবাদযোগ্য জমি প্রায় ৫৯ শতাংশ বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। নোয়াখালী-৩ আসনের ক্ষমতাসীন দলের এমপি মামুনুর রশীদ কিরনের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশের মোট আয়তন ১ কোটি ৪৯ লাখ ২১ হাজার হেক্টর ও মোট আবাদযোগ্য জমি ৮৮ লাখ ১৭ হাজার ৯৩৫ হেক্টর অর্থাৎ আবাদযোগ্য জমি প্রায় ৫৯ শতাংশ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট