নারীদের আধুনিক ফ্যাশন হাউস ট্রেন্ডী কালারের নতুন লোগো উন্মোচন হলো।
আজ ১৫ জুন ২০২৪ খ্রি. শনিবার সকাল ১০.৩০ টায় সোনাতলা রংধনু শপিং সেন্টারে ট্রেন্ডী কালার ফ্যাশন হাউসের নতুন লোগো উন্মোচন করা হয়। লোগো উন্মোচন করেন সাবেক জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী এবং সোনাতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগ সভাপতি ফিদা হাসান খান টিটো।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেন্ডী কালারের সিইও অভিনেতা সোহেল আহমেদ খান, খেলাঘর কেন্দীয় কমিটির সদস্য মহসিন আলী তাহা, সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তু, সালাহ উদ্দিন মানু, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুর রউফ হিরু, সোনাতলা উপজেলা স্বেচ্ছা সেবক লীগ আহ্বায়ক শাহনেওয়াজ তালুকদার বাবু, সোনাতলা পৌর কাউন্সিলর কুলসুম বেগম, নাগরিক কমিটির নির্বাহী সদস্য রবিউল ইসলাম রিবন সরকার, শফিউল্লাহ শফি, পৌর যুবলীগ নেতা পরাগ, রিমন বাবু লিনাদ, মেহেদী হাসান প্রমুক প্রমুখ।
উল্লেখ্য, সাশ্রয়ী মূল্যে এ নারীদের নান্দনিক ডিজাইনের পোশাক নিয়ে ঢাকা থেকে যাত্রা শুরু করে। বর্তমানে ঢাকা এবং বগুড়ায় বেশ কয়েকটি শো রুম রয়েছে ট্রেন্ডী কালারের।