বুধবার (১৯ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে সাক্ষাৎকালে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন।