সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পানি ধীরে কমায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। জেলা শহরের বেশিরভাগ জনবসতি ও সড়কে এখনো হাঁটু পানি। কোনো কোনো আবাসিক এলাকায় বাসিন্দাদের চলাচল করতে হচ্ছে নৌকায় করে।
বৃহস্পতিবার দুপুর থেকে বৃষ্টির দাপট কমে সূর্য হাসে সুনামগঞ্জের আকাশে। রোদের দেখা মেলার পর থেকে উন্নতি ঘটতে থাকে বন্যা পরিস্থিতির। আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি না হলে ভয়াবহ বন্যার আশঙ্কা আর থাকবে না বলে জানিয়েছেন তাদের অনেকেই।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, পানি সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে বিপদসীমার মাত্র ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি কম হচ্ছে চেরাপুঞ্জিতে। এতে পাহাড়ি ঢলের তোড় কমে আসছে। এদিকে সুনামগঞ্জে বৃষ্টি হয়েছে মাত্র দুই মিলি মিটার।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট